আমরা মেরুকরণ নয় মানুষীকরণের রাজনীতি করি : পার্থ

10th September 2020 7:03 pm কলকাতা
আমরা মেরুকরণ নয় মানুষীকরণের রাজনীতি করি : পার্থ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আমরা মেরুকরণের রাজনীতি করিনা আমরা মানুষীকরণের রাজনীতি করি। যারা রাজনীতি করার রাজনীতি করছেন তাদের কে ২১ এর পরীক্ষায় পাশ হতে হবে তার পরেই তারা প্রথম আসবে কি লাস্ট আসবে সেটা রাজ্যের মানুষ বিচার করবেন। বিজেপির সভাপতি জে পি নাড্ডা র আক্রমণের এই ভাবেই পাল্টা জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নাকতলা বাসভবনে সাংবাদিক সম্মেলনে বিজেপি সমস্ত অভিযোগের উত্তর দিলেন তিনি। লকডাউন নিয়ে রাজনীতি করার বিষয়ের পাশাপাশি তাদের চাপে লকডাউন নিয়ে বিজেপি র চাপে প্রত‍্যাহার করার বিষয় তিনি বলেন আমরা ছাত্র ছাত্রীদের ও রাজ্যের মানুষের স্বাস্থ্য কে মাথা রেখেই মুখ্যমন্ত্রী ১২ সেপ্টেম্বর টুইট করে লক ডাউন প্রত্যাহার করার ঘোষণা করেছেন। তারা কি করেছেন যখন সবুজ সাথী বিশ্ব সেরা হয়েছে তারা কী করেছেন বাংলার জন্য। এছাড়া বিশ্বভারতী নিয়ে বিজেপি র মাফিয়া রাজ কায়াম করার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় পাল্টা তোপ কারা মাফিয়া রাজ কায়েম করতে চাইছেন মানুষ ভালো করে বুঝেছে। যারা রবীন্দ্রনাথ কে নিয়ে কথা বলছেন বাংলা নিয়ে কথা বলছেন তারা বলুক বাংলা ভাষা কে কেনো বঞ্চিত করা হয়েছে দ্রৌপদী ভাষার শ্রেণী থেকে। তখন তারা বাংলা ভাষা আর বাংলার সংস্কৃতির কথা ভাবেনি।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।